Discuss Today
এম ও ডি সি তে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
এম ও ডি সি তে সৈনিক পদে নিয়োগ: আগামী ০৭ হতে ১১ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত মিনিষ্ট্র অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার এন্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস ক্তৃক নির্ধারিত জেলা কোটা অনুযায়ী এমওডিসিতে ৬৩ জন জিডি পেশায় এবং ০২ জন ড্রাইভার পেশায় সৈনিক পদে পুরুষ লােক ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত তথ্যবলি নিম্নরুপ।
MODC Sainik Recruitment Circular 2021
শিক্ষাগত যােগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.০০ পেয়ে উত্তীর্ণ (ড্রাইভার পেশার প্রার্থীদের অবশ্যই বিআরটিএ হতে মাঝারী যানবাহন চালানাের লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং গাড়ী চালনায় পারদর্শী হতে হবে। গাড়ী চালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের গ্রাধিকার দেয়া হবে)।
এম ও ডি সি তে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
শারীরিক যোগ্যতা:
উচ্চতা: ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)।
ওজন: ৪৯৯০ কেজি (১১০ পাউন্ড)।
বুক: স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)। স্বীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।
দৃষ্টিশক্তি: ৬/৬ চশমা ছাড়া।
এমওডিসি নিয়োগ
স্বাস্থ্য পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষায় যােগ্য হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী নয়)।
সাঁতার: প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে।
এম ও ডি সি তে সৈনিক পদে নিয়োগ
Modc তে সৈনিক পদে নিয়োগ ২০২১
বয়স: ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে ১৭ হতে ২৫ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
সৈনিক পদে নিয়োগ
আবেদন নিয়ম: modc.teletalk.com.bd আগ্রহী প্রার্থীরা এ-র মধ্যেমে আবেদন করতে পারবেন।
সেনাবাহিনীতে নিয়োগ
সেনাবাহিনী এম ও ডি সি নিয়োগ ২০২১
বিস্তারিত দেখুন: