Discuss Today
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
Navy Job Circular: Online application is being made from genuine Bangladeshi male and female citizens on the condition that they fill the vacancies in the organizational structure of Bangladesh Navy through direct recruitment.
Bangladesh Navy Job Circular 2021
১। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা – পুরুষ।
ক। বয়স: ০১ জুলাই ২০২১ তারিখে অনুর্ধ্ধ ২৮ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
খ। শিক্ষাগত যােগ্যতা: (ন্যনতম)। সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিষয়ে বি.এসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ বি.এসসি ইঞ্জিনিয়ারিং-এ সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
নৌবাহিনী নিয়োগ
গ। বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
ঘ। নিয়ােগ চূড়ান্ত: মনােনয়ন শেষে স্থায়ী কমিশন্ড অফিসার হিসেবে এ্যাক্টিং সাব লেটেন্যান্ট পদে নিয়ােগ করা হবে।
Navy Job Circular 2021
২। বাংলাদেশ নৌবাহিনী ভলান্টিয়ার বিজার্ভ কমিশন (বিএনভিআর) সাপ্রাই শাখা-পুরুষ ও মহিলা।
ক। বয়স: ০১ জুলাই ২০২১ তারিখে অনু্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
খ। শিক্ষাগত যােগ্যতা: (ন্যূনতম)। সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য/পরিসংখ্যান/অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৫০ সহ স্নাতক (সম্মান) পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪-ফেলে) প্রাপ্ত হতে হবে।
গ। বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
ঘ। নিয়ােগ চূড়ান্ত: মনােনয়ন শেষে সাপ্লাই শাখায় এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে বিএনভিআর অফিসার হিসেবে ০৫ বছরের জন্য নিয়ােগ করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী নিয়ােগ প্রদান করা হবে।
navy job circular 2021 pdf
৩। শিক্ষা শাখা – পূরুষ ও মহিলা।
ক। বয়স: ০১ জুলাই ২০২১ তারিখে অনুর্ধব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
খ। শিক্ষাগত যােগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্লাতক (সম্মান) সহ মাস্টার্স। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ স্নাতক (সম্মান) এবং মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
(ক) ইংরেজি (খ) মনােবিজ্ঞান (গ) পদার্থ (ঘ) এড়ুকেশন।
গ। বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত।
নৌবাহিনী নিয়োগ ২০২১
ঘ। নিয়ােগ চূড়ান্ত: মনােনয়ন শেষে ‘এ্যাক্টিং ইন্ট্রাক্টর সাব লেফটেন্যান্ট” পদে স্বল্প মেয়াদী কমিশনে ৫ বছরের জন্য নিয়ােগ করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকুরি বর্ষিত/স্থায়ী নিয়ােগ প্রদান করা হবে।
Join Bangladesh navy Circular 2021
আবেদন নিয়ম: Applicants should follow the application procedure by entering the website www.joinnavy.navy.mil.bd and clicking on APPLY NOW on the right side of the Home Page. Payment can be completed through online banking, mobile banking at the last stage of application. At this stage candidates are charged by any bank (VISA, Master Card e American Express) and mobile banking (e.g. bKash, Rocket, t-cash, SureCash, MCash, MyCash, OneCash, EasyCash, QCash, Nexus, Amax) etc. Excluding 800 / – (seven hundred) rupees (non-refundable) application fee.
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে
Navy Job Circular 2021
আবেদন শেষ সময়: ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে