Class 6 Bangla Assignment Answer 1th Week
ষষ্ঠ শ্রেণি ১ম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর
১.৫ ভাষার রূপ বৈচিত্র্য
(জ) সাধু ও চলিত ভাষা
১. নিচের রচনাংশটুকু চলিত রীতিতে রূপান্তর কর তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল, তাহার কাছে গেলেন। সেখানে গিয়া আগের মতাে একটি গাভি চাহিলেন। সেও ধবল রােগীর মতাে তাহাকে কিছুই দিলনা। তখন স্বর্গীয়দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাক, তবে যেমন ছিলে আল্লাহ তােমাকেআবার তেমনি করিবেন।
ষষ্ঠ শ্রেণি বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
তারপর স্বর্গীয়দূত পূর্বে যে অন্ধছিল, তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি। বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনাে উপায় নাই।
যিনি তােমার চক্ষু ভালাে করিয়া দিয়াছেন, আমি তােমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি; যেন আমি সেই ছাগল-বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি।
ষষ্ঠ শ্রেণি ১ম সপ্তাহ বাংলা এ্যাসাইনমেন্ট সমাধান
Class 6 Bangla Assignment Answer 1th week
১ম সপ্তাহের ষষ্ঠ শ্রেণি বাংলা এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১