৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান উওর ৪র্থ সপ্তাহ ২০২১
সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? তোমাদের জন্য আজ ২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণির ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট Class 6 Assignment 4nd নিয়ে হাজির হলাম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত এ্যাসাইনমেন্ট গ্রিড অনুযায়ী ২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণির ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট Class 6 Assignment 4th ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান দেওয়া হল।
class 6 Biggan assignment answer 2021 4th week
প্রথম অধ্যায় :
বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ
তােমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে খাতায় লিখ।
১. পড়ার টেবিলের পূষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় কর।
২. এটি ঘরের কতটুকু জায়গা (আয়তন) দখল করেছে তা বের কর।
৩. পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরবে তা যৌক্তিক কারণসহ ব্যাখ্যা কর।