Discuss Today
বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
Memorandum No. 44.00.0000.095.02.008.20-237 of the Public Security Department, Police Branch-2 of the Ministry of Home Affairs, dated 22nd June, 2020 and Memorandum No. Administration / 48-2012 / 328 (4) of the Police Headquarters. ), Dated 13th July, 2020. In order to fill the following vacancies for the office of Metabek Superintendent of Police, Vela through direct appointment, applications are being invited from the permanent (male / female) residents of Vela district in the prescribed form subject to the following conditions.Recruitment notices in all districts and divisions of the police are given together here. Details are given below.
Bangladesh Police Job Circular 2021
চাকরির খবর পুলিশ
পুলিশ নিয়োগ
পুলিশে সকল জেলা ও বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একসঙ্গে দেয়া হয় নীচে বিস্তারিত দেয়া হল।
Bangladesh Police Job Circular 2021
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রী। Word Processing/Data Entry e Typing এবং শর্টহ্যান্ড এর গতি নিম্নররূপ থাকতে হবে। শির্টহ্যান্ড প্রতি মিনিটে ন্যূনতম বাংলা-৪৫, ইংরেজি-৭০ শব্দ এবং প্রতি মিনিটে ন্যূনতম বাংলা টাইপ ২৫ ও ইংরেজি টাইপ ৩০ শব্দ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত শিক্ষাবাের্ড হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়
উত্তীর্ণ। Word Processing/Data Entry Typing এর গতি প্রতি মিনিটে ন্যূনতম বাংলা টাইপ ২০ এবং ইংরেজি টাইপ ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
Police Job Circular 2021
আবেদন নিয়ম: অফিস চলাকালীন পুলিশ সুপার, ভােলা বরাবর সরকারি ডাকযােগে পৌছাতে হবে।প্রার্থী কোন সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/অনুমােদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
Police Job 2021 Bangladesh
আবেদন শেষ সময়: ১৫ মার্চ ২০২১ তারিখে।
বিস্তারিত দেখুন….