Discuss Today
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
#BGB Job Circular: বর্ডার গার্ড বাংলাদেশ এ নিম্নবর্ণিত অসামরিক পদসমূহে ভর্তির জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করতঃ টেলিটক প্রিপেইড মােবাইল হতে এসএমএস (SMS) প্রেরণের মাধ্যমে রেজিষ্টেশন (Registration) করতে আহ্বান করা যাচ্ছে ।
বিজ্ঞপ্তি পুরো বিস্তারিত দেখতে ক্লিক করুন
Border Guard Bangladesh BGB Civil Job Circular 2021
সীমান্তের অতন্দ্র প্ররহী, এ স্লোগানকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ সিপাহী পদে ৯৮ ব্যাচে (জিডি) পদে পুরুষ/মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে। সারা দেশে জেলা ভিত্তিক নিয়োগ প্রদান করা হবে।
বিজ্ঞপ্তি পুরো বিস্তারিত দেখতে ক্লিক করুন
আগ্রহী প্রার্থীগণ টেলিটক সিমে ফি প্রেরণ করার পর আবেদন ফরম বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েব সাইটের https://www.bgb.gov.bd/ লিংকে গিয়ে সরাসরি আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে যে স্থানে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে তা সঙ্গে আনতে হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ আধুনিক সুশৃঙ্খল, দক্ষ ও কর্মঠ সদস্যগণ দেশের অতন্দ্র প্রহরী হিসেবে সদা সর্বদা নিয়োজিত। রাষ্ট্রের সীমানা পাহারাসহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিধান ও অন্যান্য বাহিনীর সাথে দেশের দূর্যোগ মুহুর্তে বর্ডার গার্ড বাংলাদেশ সুনামের সহিত দায়িত্ব পালন করছে।
BGB Civil Job Circular 2021
বিজ্ঞপ্তি পুরো বিস্তারিত দেখতে ক্লিক করুন
- য়সঃ ০৮ এপ্রিল ২০২২ তারিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
- বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত
- শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য
উচ্চতা ১.৬৭৯ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ১.৫৭৪ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
ওজন ৪৯ কেজি (১১০ পাউন্ড) ৪৭ কেজি (১০৪ পাউন্ড)
বুক স্বাভাবিক-৩২ ইঞ্চি, প্রসারণ-৩৪ ইঞ্চি স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি
বিস্তারিত জানার জন্য বিজিবি ৯৮ ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি ইমেজ আকারে দেখুন
বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২১
বিজ্ঞপ্তি পুরো বিস্তারিত দেখতে ক্লিক করুন
দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে।
বয়স:
ক। অবিবাহিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ০১-৬-২০২১ তারিখে বয়স ১৮ হতে ৩০ বছর (জন্ম তারিখ ০২-৬-১৯৯১ হতে ০১-৬-২০০৩ এর মধ্যে হতে হবে)।
খ। বিবাহিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বিবাহকালীন বয়স পুরুষের ক্ষেত্রে ন্যূনতম ২৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম ১৯ বছর হতে হবে (বিবাহের তারিখ পুরুষ ০২-৬-২০১৬ এবং মহিলা ০২-৬-২০১০ তারিখের পরে হতে হবে)।
Bangladesh BGB Job Circular 2021
বিজ্ঞপ্তি পুরো বিস্তারিত দেখতে ক্লিক করুন
ভর্তির স্থান ও তারিখ: রেজিষ্ট্রেশনকৃত প্রার্থীদেরকে ভর্তির স্থান ও তারিখ এসএমএস (SMS) এর মাধ্যমে জানানাে হবে।
বাংলাদেশ বর্ডার গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
এসএমএস সংক্রান্ত বিষয়ে জানার জন্য যে
কোন মােবাইল থেকে ০১৭৬৯৬০০৮৯৮ নম্বরে ফোন করে অথবা টেলিটক থেকে ১২১ নম্বরে ফোন করে বিস্তারিত জানা যাবে।
BGB Circular 2021 apply
বিজ্ঞপ্তি পুরো বিস্তারিত দেখতে ক্লিক করুন
Ok
Ok
thank you
W.c