Breaking News

২০২২ সালের ষষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর । Class 6 bangla assignment 3rd week 2022

ষষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট ২০২২

প্রিয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন গুলো প্রকাশ করেছে। সেই প্রশ্নের আলোকে তোমাদের আজকে বাংলা এসাইনমেন্ট তৃতীয় সপ্তাহ ২০২২ এর নমুনা উত্তর প্রদান করা হবে।

২০২২ সালের ষষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর । Class 6 bangla assignment 3rd week 2022

ষষ্ঠ শ্রেণির তৃতীয় সপ্তাহ বাংলা এসাইনমেন্ট ২০২২ এর উত্তর প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি তৃতীয় সপ্তাহের প্রশ্ন গুলো না দেখে থাকো তবে নিচে দেওয়া ছবিটি থেকে তোমাদের তৃতীয় সপ্তাহ বাংলা প্রশ্ন গুলো দেখে নাও।

এসাইনমেন্ট শিরোনামঃ

অ্যাসাইনমেন্ট (শিরোনামসহ): পাঠ্য বইয়ের সাধু ভাষারীতির চনাকে চলিত ভাষারীতিতে নৃপন্তর করা

শিখনফল/ বিষয়বস্তুঃ শিখনফল ১১.১: বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য নিরূপণ করতে পারবে।

অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা (ধাপ/পরিধি/সংকেত):

নির্দেশনা:

• বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ের ৭ পৃষ্ঠার ‘সাধু ও চলিত ভাষা’র আলোচনা পড়তে হবে।
• পাঠ্যবই থেকে ‘সততার পুরস্কার’ গল্পটি পড়তে হবে।

কাজের ধাপ:

ক. সাধু ও চলিত ভাষারীতির ধারণা দিতে হবে।
খ.‘সততার পুরস্কার’ গল্প থেকে দশটি বাক্য লিখে চলিত ভাষায় রূপান্তর করতে হবে।
গ. লিখিত দশটি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার সর্বনামের পার্থক্য ছকে দেখাতে হবে।
ঘ. লিখিত দশটি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার ক্রিয়ার পার্থক্য ছকে দেখাতে হবে।

২০২২ সালের ৬ষ্ঠ শ্রেনি ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট
নং প্রকাশিত বিষয় পত্র সপ্তাহ
 ১.  বাংলা  ২য় পত্র  ৩য় সপ্তাহ

ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর বাংলা ৩য় সপ্তাহ । Class 6 bangla assignment 3rd week 2022

২০২২ সালের ষষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর এখান থেকে শুরু

ক) নং প্রশ্নের উত্তর:

ভাষারীতিতে রুপান্তর করা:

সাধু ও চলিত ভাষারীতির ধারণা সাধু ভাষারীতি যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরুপে বিদ্যমান থাকে, তাকে সাধুভাষা বলে। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, “সাধারণত গদ্য সাহিত্য ব্যবহৃত বাংলা ভাষাকে সাধু ভাষা বলে।

উদাহরণ: জন্মিলে মরিত হয়, আকাশে প্রস্তর নিক্ষেপ করিলে তাহাকে ভূমিতে পড়িতে হয়, খুন করিলে ফাসিতে যাইতে হয়, চুরি করিলে কারাগারে যাইতে হয়, তেমনি ভালােবাসিলেই কঁদিতে হয়। অপরাপরের মতাে ইহাও জগতের একটি নিয়ম।

চলিত ভাষারীতি:

যে ভােৱীতিত পিল ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে বিদ্যমান থাকে, তাকে চলিত ভাষা বলে।

উদাহরণ: জন্মিলে মরতে হয়, আকাশে অন্তর নিক্ষেপ করলে তাহাকে ভূমিতে পড়তে হয়, খুন কলে ফাসিকে যেতে হয়, চুরি করলে কারাগারে যেতে হয়, তেমনি ভালােবাসিলেই কাদতে হয়। অপরাপরের মতাে এটাও জগতের একটি নিয়ম।

খ ও গ নং প্রশ্নের উত্তর:

২০২২ সালের ষষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর । Class 6 bangla assignment 3rd week 2022
২০২২ সালের ষষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর । Class 6 bangla assignment 3rd week 2022

২০২২ সালের ষষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর এখান থেকে শেষ

Check Also

ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ৩য় সপ্তাহ ২০২২

ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ৩য় সপ্তাহ ২০২২  আপনি কি ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণির বিজ্ঞান …

Leave a Reply

Your email address will not be published.