Discuss Today
এইচএসসি বিএম হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ৬ষ্ঠ সপ্তাহ বিষয়: বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের অধীনে পরিচালিত ২০২১ সালের এইচএসসি (বিএম) শিক্ষাক্রমের দ্বাদশ শ্রেণির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ।
উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে , চলমান কোভিড -১৯ মহামারির কারণে দেশের সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে ।
এইচএসসি বিএম হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ৬ষ্ঠ সপ্তাহ
সংগত কৱণে শিক্ষাবর্ষের পাঠ্যসূচি পূর্নাঙ্গরূপে সম্পন্ন করা সম্ভব হয়নি । সে প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড ( এনসিটিবি ) এর সহযেগিতায় ২০২১ শিক্ষাবর্ষের বাংলাদেশ
কারিগরি শিক্ষা বাের্ডের এইচএসসি ( বিএম ) , শিক্ষাক্রমের দ্বাদশ শ্রেণির বিষয় ও ট্রেড ভিত্তিক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রস্তুত করা হয়েছে । প্রস্তুতকৃত পুনর্বিন্যাস্ত পাঠ্যসূচি সংশ্লিষ্ট সকলের সদয় অবগতি ও প্রয়ােজনীয় কার্যার্থে ইতঃপূর্বে বাের্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ।
বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ | ২৯ আগষ্ট ২০২১ |
class | এইচএসসি (দ্বাদশ) |
বিষয় | হিসাব বিজ্ঞান -২ |
সপ্তাহ | (৬ষ্ঠ সপ্তাহ) |
সাল | (২০২১ সাল) |
অফিসিয়াল ওয়েবসাইট | www.bteb.gov.bd |
এইচএসসি বিএম হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১
অ্যাসাইনমেন্ট নম্বরঃ ০৪
১. “ চুক্তিই আংশীদারি কারবারের মূলভিত্তি ” ব্যাখ্যা কর ।
২ . সুমন , সুজন ও শাকিল তিনজন অংশীদার । তারা কারবারের লােকসান
8 : ৩ : ২ অংশ অনুযায়ী বন্টন করে নেয় । ২০১৭ সালের ১ লা জানুয়ারী তাদের মুলধন ছিল : সুমন ২ : ০,৫১০ টাকা , সুজন ১৫,১১৫ টাকা এবং শাকিয়া ৩,০৫১ : টাকা । সুজন ও শাকিল তাদের সার্বক্ষনিত দ্বায়িত্ব পালনের জন ; কারবার হতে মাসিক যথাক্রমে ২০০ টাকা ও ১৫০ টাকা বেতন পাবার অধিকারী । মুলধন ও উত্তোলনের উপর ৫ % সুদ ধার্য করতে হবে । প্রত্যেক মাসের শেষ তারিখে সারা বছর ধরে সুমন সুজন ও শালি যথাক্রমে ৮০০ টাকা , ৬০০ টাকা ও ৪০০ টাকা করে উত্তোলন করে উপরােক্ত সমস্বয় সাধন করার পুর্বে ২০১৭ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের লাভ ২৭,৫০৫ টাকায় উপনীত হয়েছে । করণীয়ঃ
ক , লাভ লােকসান আবন্টন হিসাব।
খ . অংশীদারদের মুলধন হিসাব।
উত্তরঃ
Thanks
w.c