Discuss Today
এইচএসসি বিএম হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ অ্যাসাইনমেন্ট উত্তর
শিক্ষাবর্ষের পাঠ্যসূচি পূর্নাঙ্গরূপে সম্পন্ন করা সম্ভব হয়নি । সে প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড ( এনসিটিবি ) এর সহযেগিতায় ২০২১ শিক্ষাবর্ষের বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের এইচএসসি ( বিএম ) , শিক্ষাক্রমের দ্বাদশ শ্রেণির বিষয় ও ট্রেড ভিত্তিক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রস্তুত করা হয়েছে । প্রস্তুতকৃত পুনর্বিন্যাস্ত পাঠ্যসূচি সংশ্লিষ্ট সকলের সদয় অবগতি ও প্রয়ােজনীয় কার্যার্থে ইতঃপূর্বে বাের্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ।
এরই ধারাবাহিকতায় গ্রীড অনুযায়ী ৪র্থ সপ্তাহের জন্য বাংলা, পদার্থবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিষয়ের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ১৯ জুলাই, ২০২১খ্রি. সােমবার থেকে শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে কোভিড১৯ সংক্রমণ রােধে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি যথাযথ প্রতিপালনপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল নির্ণয় করা হবে। পুনর্কিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সপ্তাহ ভিত্তিক শিক্ষার্থী মূল্যায়ন বিবেনায় নিয়ে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করা হয়েছে।
বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ | ১৬ আগষ্ট ২০২১ |
class | এইচএসসি (দ্বাদশ) |
বিষয় | হিসাব বিজ্ঞান -২ |
সপ্তাহ | (১ম, ২য় ও ৪র্থ সপ্তাহ) |
সাল | (২০২১ সাল) |
অফিসিয়াল ওয়েবসাইট | www.bteb.gov.bd |
HSC BM Accounting Assignment Answer 2021 1st, 2nd, 4th, 6th & 7th Week
সপ্তম সপ্তাহের উত্তর পেতে ক্লিক করুন
HSC BM Accounting Assignment Answer 2021 6th Week
ষষ্ঠ সপ্তাহের উত্তর পেতে ক্লিক করুন
HSC BM Accounting Assignment Answer 2021 2nd Week
এইচএসসি বিএম হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
- প্রাপ্য নােটের সুদ
- জাবেদা দাখিলা
- অনাদায়ী পাওনা সঞ্চিতি
- বিশদ আয় বিবরণী এবং আর্থিক বিবরণী
এইচএসসি বিএম হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
১. প্রাপ্য নােট কী ?
২. জনাব রহমত উল্লাহর হিসাব লইতে নিম্নলিখিত তথ্যাবলি অবলম্বনে প্রয়োজনীয় জাবেদা ও অনাদায়ী পাওনা হিসাব প্রস্তুুত কর । ১ লা জানুয়ারী ২০১৮ সুনাদায়ী পাওনা সঞ্চিতি ১,৫০০ টাকা । উক্ত বন্ধুরে অনলার্ক্সী পাওনা হিসাবভুক্ত হয়েছে ৯২০ টাকা । ৩১ ডিসেম্বর । ২০১৮ তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ ১১ , টাকা হয়েছিল । প্রাপা হিসাবের ৬ % পরে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে ছবি । ২০১৯ সালে অনাদায়ী পাওনা হিসাবভু ছয়েছে ৭৫০ টাকা । ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ ১৫:০০ টা হয়েছিল । প্রাপ্য হিসাবের উপর ৭ % ধাৱ অনাদায় পাওনা সঞ্চিত্রি তৈরি করতে হবে । ২০১২ সালে অনাদায়ী পাওনা হিসাবভুক্ত হয়েছে ২০০ টাকা । ৩১ ডিসেম্বর , ২০১৩ তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ ১২,০০০ টাকা হয়েছিল | অনাদায়ী পাওনা বল আর ১০০ টাকা হাবভূক্ত করতে হবে । অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ৫ % ধরে অনাদায়ী পাওনা সঞ্চিত তৈরি করতে হবে।
- শিখুনফল বিষয়বস্ত্র
- প্রাসমূহের হিসাবরক্ষণ
- প্রাপ্য নেট ব্যাখ্যা করতে হবে ।
- জাবেদা ছক করতে হবে ।
- জাবেদা দাখিলা ধারাবাহিকতাৰে লিখতে হবে।
- অনাদায়ী পাওনা সঞ্চিত নির্নয় করতে হবে ।
উত্তরঃ
HSC BM Accounting Assignment Answer 2021
I want to answe everyquestion.
উত্তর এ ক্লিক করেন
ধন্যবাদ অনেক অনেক
আবন্টনের ছক তৌরি কর। বাকি প্রশ্নের উওর গুলা দিবেন কবে।
Disi
Accounting 4th week er 2,3,4 number er answer kokhon diben
disi dhekhen