Discuss Today
HSC BM Production Planning Controlling and Casting Assignment Answer
এইচএসসি বিএম প্রডাকশন প্লানিং কন্ট্রোল এন্ড কস্টিং এ্যাসাইনমেন্ট উত্তর
১। সবিরাম এবং অবিরাম উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ।
২। মান নিয়ন্ত্রনের প্রয়ােজনীয়তা বর্ণনা কর।
৩। ২০১৯ সালে ইয়াসমিন এন্ড কোং এর কাঁচামাল ক্রয় ও নির্গমন নিচে দেওয়া হল। পরের মাল আগে ছাড়া (LIFO) পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি কর।
২০১৯ ফেব্রুয়ারী-১ প্রতি একক ১২০ টাকা দরে, প্রারম্ভিক জের ৮০ একক।
৬ মালের নির্গমন ৪০ একক।
১০ প্রতি একক ১১৫ টাকা দরে ৩০ একক ক্রয়।
১৩ নির্গমন ৬০ একক।
১৮ ক্রয় ২৬ একক, ১৩৫ টাকা দরে।
২১ আগুনে বিনষ্ঠ ক্ষতি ৫ একক।
২৪ নির্গমন ১২ একক।
২৮একক প্রতি ১০০ টাকা দরে ৩০ একক ক্রয়।
২৯ কারখানা হতে মাল ফেরত ১০ একক।
৪। “X” কারখানায় উৎপাদিত পণ্য গুদাম জাত করণে কিভাবে রিন কার্ড সংরক্ষন করা যায়।
৫। সাকিব ও রাকিব বিডি কোম্পানী লিঃ এর দু’জন কর্মচারী। তাদের ২০১৯ সালের ডিসেম্বর মাসের নিম্নোক্ত তথ্যাবলি হতে মজুরি বিবরণী প্রস্তুত কর:
বিএম প্রডাকশন প্লানিং কন্ট্রোল এন্ড কস্টিং এসাইনমেন্ট উত্তর
BM Production Planning Controlling and Casting Assignment Answer
১। মুন্নি বিল্ডার্স লিঃ ২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে ১০ ,০০,০০০ টাকা চুক্তিমূল্যে একটি কনস্টরাকশন কাজ আরম্ভ করে। ঠিকা সংক্রান্ত অন্যান্য তথ্যাবলি নিচে দেয়া হল।
কাঁচামালের ১০%, শ্রম ব্যয়ের ৩% ও উপরি ব্যয়ের ২% প্রদানের পরে ব্যয়িত হয়েছে। যন্ত্রপাতির অবচয়ের হার ১০%। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কার্যক্ষেত্রে কাঁচামালের পরিমান ৩২,৫০০ টাকা। ঠিকাকার্য হিসাব তৈরি কর। এবং লাভ-ক্ষতি হিসাবে কী পরিমান মুনাফা ক্রেডিট করা যেতে পারে তা নির্ণয় কর।
২। মান ব্যয় ও প্রকৃত ব্যয় এর মধ্যে তারতম্য বিশ্লেষণ কর।
৩। পরিবর্তনশীল খরচ একক প্রতি ২০০ টাকা হারে একটি কোম্পানি ৫০,০০০ একক উৎপাদন করার ৩,৭৫,০০০ পরিকল্পনা করেছে। স্থায়ী ব্যয় ২,০০,০০০ টাকা ধরা হয়েছে ব্যয়ের উপর ২০% মুনাফা ধরে বিক্রয় মূল্যনির্ধারণ করা হয়েছে।
করণীয়: (ক) লাভ পরিমান অনুপাত।
(খ) সমচ্ছেদ বিন্দু।
(গ) বিক্রয় মূল্য ১৫% হ্রাস পেলে লাভ পরিমান অনুপাত এবং সমচ্ছেদ বিন্দু।
৪। নগদান বাজেট থেকে কি কি সুবিধা পাওয়া যেতে পারে তা বিশ্লেষন কর।
৫। কোন একটি প্রতিষ্ঠান নগদান বাজেট প্রস্তুত করতে গেলে কোন কোন বিষয় বিবেচনা করা যেতে পারে তা বিশ্লেষণ কর।
প্রডাকশন প্লানিং কন্ট্রোল এন্ড কস্টিং এ্যাসাইনমেন্ট উত্তর
Production Planning Controlling and Casting Assignment Answer
১। নিচের তথ্যাবলি থেকে একটি কলেজের এইচএসসি (বি.এম) শাখার নভেম্বর মাসের বেতন বিবরণী প্রস্তুত কর।
(i) ৩৫,৫০০ টাকা মাসিক বেতনে ১ জন সহকারী অধ্যাপক।
(ii) ২৯,০০০ টাকা মাসিক বেতনে ১ জন সিনিয়র প্রভাষক।
(iii) ২২,০০০ টাকা মাসিক বেতনে ৪ জন প্রভাষক।
(iv) ১৬,০০০ টাকা মাসিক বেতনে ১ জন প্রদর্শক।
(v) ৮,২৫০ টাকা মাসিক বেতনে ১ জন পিয়ন।
উপরােক্ত কলেজের শিক্ষক কর্মচারীগণ মূল বেতনের ৫০% বাড়িভাড়া ভাতা, ৫০০ টাকা হারে চিকিৎসা ভাতা এবং ৩০০ টাকা হারে যাতায়াত ভাতা পেয়ে থাকেন। মূল বেতনের ৬% PF এ কর্তন, ৪% কল্যাণ তহবিলে কর্তন করেন।
২। ২৩৪ নং জব ‘এ’ ১,০০০ একক পণ্য উৎপাদন করা হয়েছে। নিম্নের তথ্য অবলম্বনে বের করঃ
(ক) একক ব্যয়
(খ) একক লাভ
(গ) মােট বিক্রয়
(ঘ) মােট লাভ
(ঙ) একক বিক্রয় মূল্য
উত্তরের কাজ চলতাছে।
ভাই উত্তর গুলো দেন তাড়াতাড়ি
উত্তর ভুল নাই তো,,,,,,???
na
full ans kobe diben,ajkei to ses din
ratei paba
full uttor kokhon diben
samadhan hole update kora hobe
vai uttor gulo ajke ki pabo
vai uttor gulo diben
vai uttor gulo kobe diben
ভাই খ বিভাগ আর গ বিভাগ এর উত্তর কখন দিবেন।
দিয়ে দিব
Pls ans gulo ajkei diyen
চেস্টা করব
গ সেটের উত্তর টা আজ কি দেওয়াan হবে না ু
ভাই কিছু কিছু উত্তর অনেক সংখ্যা ই বুঝা জায় না আর ক্লিয়ার দেখা জায় না, কিভাবে লেখব??