Discuss Today
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
Palli Bidyut Samity Job Circular : পদের নামের পাশে শূণ্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়ােজনীয় শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা হলোশরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নোক্ত পদসমূহে নিয়ােগের নিমিত্তে নিম্নবর্ণিত শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্লোক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
Bangladesh Palli Bidyut Samity Job Circular 2021
পদের নাম: বিলিং সহকারী (কাজ নাই মজুরী নাই) (মহিলাদের জন্য সংরক্ষিত)
পদ সংখ্যা: ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৩.০০ সহ উত্তীর্ণ হতে হবে। (খ) প্রার্থীর গাণিতিক বিষয়ে ভাল জ্ঞানসহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। (গ) প্রার্থীকে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে নূন্যতম ১০ ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে।
বয়স: ৩০ বছর।
মঞ্জুরী: দৈনিক ৮০০ টাকা।
Palli Bidyut Samity Job Circular
পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়া সহ নযূনতম ইংরেজী শব্দ ও সংখ্যা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। (খ) প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। (গ) সরকারী/আধাসরকারী/স্বায়ত্তশাসিত/বৃহৎ শিল্প প্রতিষ্ঠান/বাণিজ্যিক প্রতিষ্ঠানে কমপক্ষে ০৫ (পাঁচ) বৎসর গাড়ী চালনা ও পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। বিগত ০৩ (তিন) বছরে বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নপত্র আবেদনের সাথে দাখিল করতে হবে। (ঘ) প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, নমত্র, সুস্বাস্থ্যের ও সন্তোষজনক ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। (ঙ) প্রার্থীকে চোখের দৃষ্টি পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স:
বেতন স্কেল: ১৬,০০০-২৯,৯০০ টাক।
আবেদন নিয়ম: আগ্রহী প্রার্থীরাকে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি, নড়বালাখানা, শরীয়তপুর বরাবরে ডাকযােগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরন করতে হবে। বরাবর আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে: www.reb.gov.bd www.pbs.shariatpur.gov.bd পাওয়া যাবে।
PBS Job Circular
আবেদন শেষ তারিখ: ফেব্রুয়ারি ২০২১ বিকাল ০৫:০০ টা সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।
BD Palli Bidyut Samity Job Circular 2021
বিস্তারিত দেখুন:
Job ta ami korte chai,,,
Ami intere GPA 3.28 peyesi,,
2018
apply dite paren